ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২২
০২:০৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২২
০২:০৬ পূর্বাহ্ন
- ফাইল ছবি
সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের এসএসসি পরীক্ষায় ওসমানীনগর উপজেলায় পাসের হার ৮০ দশমিক ৬৮ শতাংশ। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন পরীক্ষার্থী।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ওসমানীনগরের বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২৪১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, তার মধ্যে ১৯৪৫জন পাশ করেন। উপজেলার মধ্যে শতভাগ পাশের হার ছিল শাহ সিদ্দিক জামেয়া উচ্চ বিদ্যালয়। সর্বনিম্ন পাশের হার খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়। পাশের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। কারিগরি শাখায় ২১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন ২০জন।
উপজেলা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৫৮০ জন শিক্ষার্থী। কৃতকার্য হন ৪৬৮জন। পাশের হার ৮০ দশমিক ৬৯ শতাংশ।
ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী।
তিনি আরও জানান, করোনার পর শিক্ষার্থীরা তেমন ক্লাস করতে পারেনি। তারপর পরীক্ষার আগে বন্যার কারণে কিছুটা হলেও ফলাফলে প্রভাব পড়েছে। তবে আশার কথা গত বছর থেকে এবছরে পাশের হার বেড়েছে। আশাকরি আগামীতে পাশের হার আরও বাড়বে।
উল্লেখ্য, সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা অনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইদিন দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ফল প্রত্যাশীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও খুদে বার্তার মাধ্যমে ফল দেখতে পাচ্ছেন।
ইউডি-০৩/এএফ-০৭