কানাইঘাট প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২২
০৬:১০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২২
১০:৩৫ অপরাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে মঈন উদ্দিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাতে ইউনিয়নের বাউরবাগ প্রথমখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মঈন গ্রামের সফিক আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাউরবাগ প্রথমখন্ড গ্রামের একটি ক্ষেতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। রাত ৯টার দিকে কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম একদল পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যান এবং মঈন উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসেন।
নিহত মঈন উদ্দিনের মাথায় গভীর ধারালো আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার থানার ওসি তাজুল ইসলাম। তিনি বলেন, ঠিক কি কারণে মঈন উদ্দিনকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান চালাচ্ছে।
এমআর-০১/এএফ-০২