জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২২
০২:৩১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ৩০, ২০২২
০২:৩১ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে অতি বৃষ্টির কারণে উপজেলার সারিঘাটের ঢুপি গ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটে ৷ পাহাড় ধসের ঘটনায় তিনটি পরিবার দীর্ঘ ছয় মাস যাবত বসত ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছেন না ৷ বিভিন্ন বাড়ীতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা৷
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সারিঘাট ঢুপি গ্রামে বসবাস করছে ৩০/৩৫টি কুমার পরিবার ৷ গত বন্যার সময়ে অতি বৃষ্টির মনু চন্দ্র পাল (৩৫), বিশ্ব চন্দ্র পাল (৪০) বিশু চন্দ্র পাল (২৮) ঘরবাড়ী রেখে পরিবার পরিজন শিশু বাচ্চা অন্যের বাড়ীতে মানবেতর জীবনযাপন করছেন৷ এছাড়া ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছেন পুলক চন্দ্র পাল (৩০) পরিবার সহ কয়েকটি পরিবার ৷
এ বিষয়ে জানতে মনু চন্দ্র পাল বলেন, আমরা নৃত্বাতিক জনগোষ্টির সম্প্রদায়ের লোক ৷ মাটির তৈজষপত্র তৈরি করে বিক্রয় করে জীবিকা নির্বাহ করি ৷ অতি বৃষ্টির কারণে আমাদের বসতবাড়ীর নিকটবর্তী পাহাড় ধসে বসত ঘরের উপরে এসে পড়ে ৷ কিন্তু টাকা পয়সার অভাবে এবং প্রশাসনিক কারণে পাহাড় ধসের মাটি সরানো যাচ্ছে না ৷ আমরা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন প্রতিকার না পেয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছি ৷
এলাকাবাসী আব্দুর রহিমসহ অনেকেই জানান, বন্যা ও অতি বৃষ্টির কারনে পাহাড় ধসে মাটি এসে বিপজ্জনক অবস্থায় রয়েছে ৷ মাটি সরানোর জন্য আমরা সরকারি অনুমতি পাচ্ছি না বা সরকারের পক্ষ হতে সরানোর নির্দেশ দেওয়া হচ্ছে না ৷
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, সরেজমিনে গিয়ে দেখেছি ৷ বিষয়টি জনস্বার্থ বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে ৷’
আরকেএস-১/এএফ-০৮