বিয়ের দুদিন আগে বাড়ির পুকুরে লন্ডনি কন্যার লাশ!

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ৩০, ২০২২
০৩:০৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২২
০৩:০৮ পূর্বাহ্ন



বিয়ের দুদিন আগে বাড়ির পুকুরে লন্ডনি কন্যার লাশ!


সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের চরচন্ডি গ্রামে বিয়ের মাত্র দুদিন আগে নিজ বাড়ির পুকুরে পানিতে ডুবে রুকেয়া খাতুন (২৬) নামে এক লন্ডন প্রবাসী কন্যার মৃত্যু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে শোকের মাতম চলছে।

আগামীকাল বুধবার চাচাতো ভাইয়ের সঙ্গে রুকেয়ার বিয়ের সব প্রস্তুতি ‍নিয়েছিল পরিবার। বিয়ের গেইট নির্মাণ ও রঙিন বাতিতে পুরো বাড়ি সাজানোর পাশাপাশি বাড়িতে বিয়েকে ঘিরে উৎসবের আমেজ ছিল। এরকম সময় বিয়ের মাত্র দু’দিন আগে এমন মর্মান্তিক ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত রুকেয়া চরচন্ডী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছুরাব আলীর কন্যা মেয়ে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে রুকেয়া ছিলেন সবার বড়।  

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়েকে উপলক্ষ করে সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাজ্য থেকে দেশে এসেছিলেন রুকেয়া। বুধবার ছিল তার বিয়ে। ধুমধাম করে বাড়িতে বিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হয়। ভাইবোনের মধ্যে রুকেয়া সবার বড় হওয়ায় পরিবারের কাছে বিয়ের আনন্দটাই ছিলো অন্য রকম। কিন্ত সকল আনন্দকে ম্লান করে না ফেরার দেশে পাড়ি জমালেন রুকেয়া। বধূ বেশে স্বামীর ঘরে যাওয়া হলো না এ প্রবাসী কন্যার। 

রুকেয়ার চাচা তালেব আহমদ গোলাপ জানান, রুকেয়া ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মায়ের সঙ্গে বাড়ির পুকুর ঘাটে যান রুকেয়া। তখন অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গেলে তার পায়ে ধরে টেনে তোলার চেষ্টা করেন মা। এক পর্যায়ে রুকেয়ার সঙ্গে তার মা’ও পানিতে ডুবে যেতে থাকেন। তখন তাদের চিৎকারে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন তালেব আহমদ গোলাপ ও তার স্ত্রী। তারা রুকেয়ার মাকে জীবিত উদ্ধার করতে পারলেও ততক্ষণে পানিতে ডুবে ভেসে উঠেন রুকেয়া। তখন সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে জানিয়ে বিশ্বনাথ থানাপুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করেছে। 


এএফ/০৯