জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ৩০, ২০২২
০৮:৫২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২২
০৮:৫২ অপরাহ্ন



জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ


সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে রুহুল আমিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা গ্রামের খোকন আহমদের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে টিপরাখলা গ্রাম নিজ শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। 

জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে রাত সাড়ে ১১টায় শয়নকক্ষে ঘুমাতে যান রুহুল আমিন। কিছুক্ষণ পর ঘরের লোকজন কক্ষে ঢুকে দেখতে পান কক্ষের ছাদের তীরের সঙ্গে তার নিথর দেহ ঝুলে রয়েছে। এসময় পরিবারের লোকজনের আর্তচিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হন। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।’ লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


এএফ/০১