জৈন্তাপুরে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


ডিসেম্বর ০৪, ২০২২
০৯:১৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২২
০৯:১৩ অপরাহ্ন



জৈন্তাপুরে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার


সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাস্তার পাশ থেকে মোক্তার হোসেন (৩৮) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ৷

আজ রবিবার (৪ ডিসেম্বর) উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মোক্তার উপজেলার তেলিজুরী গ্রামের রহমত উল্লার ছেলে। 

জানা গেছে, রবিবার সকাল ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক তেলিজুরী রাস্তার সন্নিকটে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পথচারির স্থানীয় দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে জানান। তিনি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

এলাকাবাসীর ধারনা মোক্তার হোসেনের আগে থেকেই বহু শত্রু রয়েছেন। তিনি ২০১৬ সালে এক শিশুর পিঠ কেটে ফেলেছিল ৷ সে সময় এলাকাবাসী থাকে আটক করে পুলিশে দেন ৷ এছাড়াও আরো অনেকের সঙ্গে মোক্তারের বিরোধ ছিল। এ সমস্ত কারণে পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে থাকতে পারেন। 

তবে দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, দেশে আইনের শাসন ব্যবস্থা রয়েছে ৷ মোক্তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে ৷ সেজন্য থাকে মেরে ফেলা উচিত হয়নি ৷ যে বা যাহারা এই হত্যা কান্ড ঘটিয়েছে পুলিশ সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসুক এ দাবি জানাই।’

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদে বলেন, সংবাদ পেয়ে নিজে উপস্থিত থেকে লাশ উদ্ধার করি ৷ লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ৷ আমরা ঘটনার রহস্য উদঘাটনের চেষ্ট করছি ৷ তবে লাশ উদ্ধার করে অধিকত্বর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। 


আরকেএস-০১/এএফ-০৩