সিলেটে যাত্রীবাহী বাসে ১০৫ রাউন্ড শর্টগানের গুলি!

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০৭, ২০২২
০৮:০৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২২
০৮:০৮ অপরাহ্ন



সিলেটে যাত্রীবাহী বাসে ১০৫ রাউন্ড শর্টগানের গুলি!

সিলেটে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বক্সভর্তি শর্টগানের গুলি উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় এ অভিযান চালায়।

জানা গেছে, সিলেট-জাফলং রোডে নিয়মিত চলাচলকারী আফফান এন্টারপ্রাইজ নামে বাস সার্ভিসের একটি যাত্রীবাহী বাস জাফলং থেকে সিলেট যাচ্ছিল। সন্দেহ হলে সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর এলাকায় সেটিতে তল্লাশি চালায় পুলিশ। এসময় বাসের বাইরে নিচের দিকে মালামাল রাখার বক্সের ভেতরে একটি ব্যাগে ১০৫ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া যায়।

এ ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য যাত্রীবাহী ওই বাসের ৭ জনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, ‘তল্লাশী চালিয়ে ১০৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৭ জনকে হেফাজতে রেখেছি।’


এএফ/০৮