মুহিবুর রহমান ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১০, ২০২২
১১:৫৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২২
১১:৫৬ অপরাহ্ন



মুহিবুর রহমান ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে ৫ জন


সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ থেকে এইচএসসি পাস করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মুহিবুর রহমান ও লিমন চৌধুরী, নর্থ-ইস্ট মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সুরাইয়া আক্তার ও ফারজানা করিম শান্তা  এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সিদরাতুল মুনতাহা রচিকে সংবর্ধনা প্রদান করে মুহিবুর রহমান ফাউন্ডেশন সিলেট।   

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ও সিলেট কমার্স কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ  ম.ম. র বুলবুল। 


প্রধান অথিতি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান। এই সময় তিনি বলেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম আমাদের শিক্ষার্থীদের সফলতা দেখে। তিনি বলেন, একটা প্রতিষ্ঠান থেকে একই বছর ৫জন শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া একটি অভাবনীয় সাফল্য। এই সাফল্যের পেছনে আছে মেধাবী শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং কলেজের অসাধারণ পরিবেশ। তিনি বলেন, এসএসসিতে জিপিএ ৫ না-পেয়ে ভর্তি হয়ে এই কলেজ থেকে জিপিএ ৫ নিয়ে বের হয় আমাদের শিক্ষার্থীরা। তারা মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং পরিশেষে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করে। আমরা মেধার পরিচর্যা করি। তাদের পিতামাতার সন্তানকে নিয়ে যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে দিই। তিনি মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমারা দেশের মানুষের সেবা করার মানসিকতা নিয়ে পড়ালেখা করবে। বড় ডাক্তার হবে। তোমাদের মেধায় এই দেশ, দেশের মানুষ উপকৃত হবে।     

তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে আমাদের কলেজ থেকে প্রতি বছর উল্লেখযোগ্য শিক্ষার্থী সুযোগ পেয়ে থাকে। এবছর সুযোগ পেয়েছে ১৬ জন শিক্ষার্থী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের বেশির ভাগ কমার্সের শিক্ষার্থী সিলেট কমার্স কলেজ থেকেই ভর্তি হয়ে থাকে।

উল্লেখ্য যে, সিলেট কমার্স কলেজ ২০০৯ সালে সিলেট শিক্ষাবোর্ডে প্রথম স্থান লাভ করে। এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত সর্বাধিক এ+ প্রাপ্ত প্রতিষ্ঠান। 

অনুষ্ঠানে ২০২২ সালে এসএসসি উত্তীর্ণ ৯৩ শিক্ষার্থীকেও সংবর্ধনা প্রদান করা হয়।  এসএসসি পাস করা সংবর্ধিত শিক্ষার্থীরা ফাউন্ডেশন পরিচালিত মুহিবুর রহমান একাডেমি ও ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজর শিক্ষার্থী।  প্রতিষ্ঠান দুটি থেকে ১২টি জিপিএ ৫সহ বাংলা ও ইংরেজি ভার্সনের সকল শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের উদ্দেশ্যে প্রধান অথিতি বলেন, রাজনীতিমুক্ত পারিবারিক পরিবেশের অনুরূপ আমাদের কলেজগুলো তোমাদের ভবিষ্যত গড়ে দিতে বদ্ধপরিকর।  

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন মুহিবুর রহমার একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, সিলেট কমার্স কলেজের রেক্টর শামসুর রহমান ও অধ্যক্ষ হারুন মিয়া, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ। সংবর্ধিত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

এএন/০১