নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২২
০৭:৪৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২২
০৭:৪৯ পূর্বাহ্ন
সিলেটের রয়েল হোমস লিমিটেডের আবাসিক প্রকল্প ‘রয়েল সিটি’র বিরুদ্ধে করা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা মামলার নিষ্পত্তি করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের ফলে রয়েল সিটি প্রকল্পের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না।
গতকাল রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীণ আপিল বিভাগ এ রায় প্রদান করেন। রায়ে আবাসন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্রের শর্তগুলো যথাযথভাবে তদারকি করতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রয়েল হোমস লিমিটেডের আইনজীবী মাহবুব মোর্শেদ। তিনি জানান, মামলায় হাইকোর্টের রায়ের পর ২০১৯ সালের ১৭ অক্টোবর পরিবেশ অধিদপ্তর রয়েল সিটিকে পরিবেশগত ছাড়পত্র দিয়েছিল, যার মেয়াদ ২০২৩ সালের ১৬ অক্টোবর পর্যন্ত বহাল রয়েছে। পরবর্তীসময়ে হাইকোর্টের রায়ের অংশবিশেষ সংশোধন করে আপিল বিভাগ পরিবেশগত ছাড়পত্রের শর্তগুলো কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। তাই পরিবেশ গত ছাড়পত্রের শর্ত মেনে রয়েলসিটি প্রকল্পটির কার্যক্রম পরিচালনায় আইনগত আর কোন বাধা নেই।
এর আগে ২০০৯ সালে ২৯ জুন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় কুরি, ভারেরা, মেদী ও লোহাজুরি বিল ভরাট করে রয়েল সিটি প্রকল্প নির্মাণের অভিযোগ এনে একটি জনস্বার্থমূলক মামলা (৪৪০০/২০০৯) দায়ের করে। মামলার চ‚ড়ান্ত শুনানী শেষে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর হাইকোর্ট আবাসিক প্রকল্পকে পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির জন্য পরিবেশ অধিদপ্তরের চাওয়া সকল তথ্য প্রদান ও শর্ত পূরণ করার নির্দেশ দিয়ে রায় প্রদান করেন। রায়ে রয়েল সিটি যাতে যথাযথ অনুমোদন পায় সে বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন।
পরে বেলা সে রায়ের বিরুদ্ধে সিভিল আপিল (২৮৮/২০১৭) দায়ের করে। গতকাল চূড়ান্ত শুনানী শেষে মহামান্য আপিল আদালত রায় প্রদান করেন।