ছাত্রদল নেতা রাজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৩, ২০২২
০৯:৫৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২২
০৪:৫৭ পূর্বাহ্ন



ছাত্রদল নেতা রাজন রিমান্ডে

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে সিলেট আদালতে প্রেরণ করে পুলিশ পাঁচ দিনের জন্য রিমান্ড আবেদন করলে অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আবদুল মোমেন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আলী আকবর রাজনের আইনজীবী মো. সুহেল আহমদ। 

এর আগে ৮ ডিসেম্বর ছাত্রদল নেতা রাজনকে সিলেট মহানগরের সুরমা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাপুলিশ। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়।  

আদালত সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর রাতে সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল খুনের ঘটনায় এমএজি ওসমানী মেডিকেলের সামনে থেকে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চৌহাট্টার দিকে আসার সময় নেতাকর্মীরা রিকাবীবাজার এলাকায় সিলেট আওয়ামী লীগের টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন ভাঙচুর করেন। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করে আওয়ামী লীগ। এ মামলায় ছাত্রদল নেতা রাজনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। 

তবে গ্রেপ্তারের দিন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেছিলেন- ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি রিকাবীবাজারে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের মামলার সন্দেহভাজন আসামি।


এএফ/০৪