সমাজ উন্নয়নে অবদানের জন্য সিলেট জেলার ‘জয়িতা’ বিনতা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৪, ২০২২
০১:৫৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২২
০১:৫৯ পূর্বাহ্ন



সমাজ উন্নয়নে অবদানের জন্য সিলেট জেলার ‘জয়িতা’ বিনতা

সমাজ উন্নয়নে অবদানের জন্য বেগম রোকেয়া দিবসে কবি ও সংগঠক বিনতা দেবীকে সিলেট জেলার জয়িতা নির্বাচিত করা হয়েছে। 


মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে নির্বাচক মন্ডলীর রায়ে তাঁকে এ সম্মননা প্রদান করা হয়।

বিনতা দেবী শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদিকা।  

গত ৯ ডিসেম্বর জেলা প্রশাসক সিলেটের সম্মেলন কক্ষে সিলেট জেলায় ২০২২ সালের ৫টি ক্যাটাগরীতে নির্বাচিত জয়িতাদের এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, বিনতা দেবীর হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, আওয়ামীলীগ নেত্রী সালমা বাসিত, মহিলা চেম্বার সভাপতি ‘জয়িতা’ স্বর্ণলতা রায় প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কবি বিনতা দেবী বলেন, ‘এ স্বীকৃতি আগামীদিনে সমাজ উন্নয়নে অবদান রাখতে আমাকে আরও অনুপ্রাণিত করবে, প্রেরণা যোগাবে।’


এএফ/০৮