শ্রুতির আলোর মিছিল আগামী ১৬ ডিসেম্বর

খেলা ডেস্ক


ডিসেম্বর ১৪, ২০২২
০২:৪১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২২
০৩:২৪ পূর্বাহ্ন



শ্রুতির আলোর মিছিল আগামী ১৬ ডিসেম্বর


দেশ স্বাধীন হয়েছে অনেকটা আগে। বিজয়ের পতাকা এখন মুক্ত ভাবে ওড়ে। জাতির জনকের সেই স্বপ্নের বাংলাদেশ এখন স্বপ্ন নয় সত্যের পথে। তবুও থেকে গেছে অমানবিকতার অন্ধকার, শিক্ষার অন্ধকার,অর্থনৈতিক অন্ধকার,সামাজিক অন্ধকার। এখনও প্রয়োজন শুভ শক্তির উন্মেষের। শুভ শক্তির উন্মেষের লক্ষ্যে প্রতিবারের মত আগামী শুক্রবার (১৬ ডিসেম্বর) আলোর মিছিল বের করবে শ্রুতি।

বিকেল ৫টায় শ্রুতি পুরানলেনস্থ কার্যালয় হতে শুরু হয়ে আলোর মিছিল শেষ হবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে গিয়ে। 

আয়োজন মালায় থাকবে মুক্তিযুদ্ধের গল্প শোনা, বিজয়ের গান এবং কবিতা পাঠ।  এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

প্রসঙ্গত, শ্রুতির বিগত ১৮ বছর ধরে আলোর মিছিল কর্মসূচি পালন করে আসছে।


এএফ/০৯