সিলেটে শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৫, ২০২২
১২:০৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৫, ২০২২
১২:৩৮ পূর্বাহ্ন



সিলেটে শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ


সিলেটে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটিতে গভীর শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন এবং ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের সর্বস্তরের মানুষ।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই নগরের চৌহাট্টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। 

একে একে শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট সিটি করপোরেশন, সিলেট জেলা প্রশাসন, জেলা পরিষদ সিলেট রেঞ্জ পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনসমূহ।

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হচ্ছে এসব কর্মসূচিতে।


এএফ/০৩