শাবিপ্রবি প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২২
০৩:৫৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২২
০৩:৫৬ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হল সৈয়দ মুজতবা আলী হলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার চালু করা হয়েছে।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ কর্নারের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান বলেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস, অবদান ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এ ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জীবনী, স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ত্যাগ ও অবদানে লিখিত শতাধিক বই সংযোজন করা হয়েছে। আশা করছি এ কর্নারের মাধ্যমে হলের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূ0মিকা পালন করবে। আগামী দিনে তা আরও বাড়ানো হবে।
উদ্বোধনকালে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমি এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানাই, এটি একটি মহতী উদ্যোগ, এটা সকলের চোখ খুলে দিয়েছে। আশা করছি ছেলে-মেয়েদের অন্যান্য হলেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে। এতে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
স্বাধীনতা বিরোধীরা সবসময় ইতিহাসকে বিকৃত করথে কাজ করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা জানি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। কিন্তু এখানে জিয়াউর রহমানকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নতুন প্রজন্মকে যদি আমরা এই শিক্ষাটা দিতে পারি তখন তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসবে। ইতিহাস সম্পর্কে না জানলে, মুক্তিযুদ্ধ ও চেতনা সম্পর্কে না জানলে আমরা অন্যদেরকেও জানাতে পারবো না। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য, বঙ্গবন্ধু সম্পর্কে বেশি বেশি জানানো উচিত। আশাকরি মুজতবা আলী হলের শিক্ষার্থীরা সকলে এই বইগুলো পড়ে সঠিক ইতিহাস সম্পর্কে জানবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামের, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ সামিউল ইসলাম, সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে জনপ্রিয় রম্য লেখক সৈয়দ মুজতবা আলীর নামে ‘সৈয়দ মুজতবা আলী কর্নার’ চালু করা হয় এ আবাসিক হলে।
এইচএন-০৩/এএফ-০৯