সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২২
০২:৩২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২২
০৪:৫৭ পূর্বাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার ‘বিজয় দিবস স্কুল উৎসব- ২০২২’ আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খাদিম চা বাগান আঞ্চলিক শাখা। ‘
‘বিজয়ের পাশে স্বমহিমায় বিরাজে আমার বিশ্বাস, অধিকারের জন্য লড়াই হবে যত দিন শেষ নিঃশ্বাস!’ স্লোগানে স্কুল উৎসবের সূচনালগ্নে খাদিম চা-বাগানের শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বেলা ১১ টায় শুরু হবে ক্রীড়া প্রতিযোগিতা। বিকেল তিনটা থেকে সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরষ্কার বিতরণীর মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।
খাদিম চা বাগান আঞ্চলিক শাখার সংগ্রামী আহবায়ক সুব্রত ঘোষের সভাপতিত্বে স্কুল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা এড. বেদানন্দ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ, চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক সবুজ তাঁতী প্রমুখ।
সাংস্কৃতিক পরিবেশনা করবেন সাংস্কৃতিক ইউনিয়ন এবং খাদিম চা-বাগানের শিক্ষার্থীরা।
এএফ/০৩