সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২২
০৫:২২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২২
০৫:২২ অপরাহ্ন
মহান বিজয় দিবসে গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) সিলেটে ১৬ কিলোমিটার বিজয় রান অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী শতাধিক প্রতিযোগী বিজয় রানে অংশ নেন।
শুক্রবার ভোর সাড়ে ৬টায় টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয় এই বিজয় রান। সেটি ক্যাম্পাসের ভেতর দিয়ে বিমানবন্দর সড়ক হয়ে আবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এসে শেষ হয়।
আর্লি বার্ডস ইয়োগা ক্লাব প্রথমবারের মতো এ বিজয় রানের আয়োজন করে।
বিজয় রানে সিলেটের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী দৌড়বিদসহ ১২ বছর বয়স থেকে শুরু করে ৬৭ বছর বয়সীরা অংশ নেন। দৌড়ে ভারতীয় হাই কমিশনের ভারতীয় কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেন।
বিজয় রান শেষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ও ন্যাশনাল ক্যাডেট কোরের কাপ্টেন ড. আশরাফুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ড. আশ্রাফুল করিম বলেন, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার এই দিনে আর্লি বার্ডস ইয়োগা ক্লাব বিজয় রানের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বরের তাৎপর্য ও গুরুত্ব সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে এ ধরনের আয়োজন করায় ক্লাবকে অভিনন্দন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমেদ ও অতিরিক্ত পরিচালক কৃষিবিদ (অবসরপ্রাপ্ত)আবু নাসের।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আর্লি বার্ডস ইয়োগা ক্লাবের ইয়োগা ইন্সট্রাকটর জাকির হোসেন এবং শাবিপ্রবির বাংলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রমজান আলী রুবেল।
এর আগে শুরুতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় পর্যায়ে ৩০ টির বেশি চ্যাম্পিয়ন পদক পাওয়া দৌড়বিদ নাসরিন বেগম।
অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহ ও সচেতন করতে এ ধরনের আয়োজন আগামীতে করার জন্য আহ্বান জানান।
এএফ/০১