ওসমানী যাদুঘরে বিজয় দিবসের আলোচনা সভা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৮, ২০২২
০২:১৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২২
০২:১৬ পূর্বাহ্ন



ওসমানী যাদুঘরে বিজয় দিবসের আলোচনা সভা
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


মহান বিজয় দিবস উপলক্ষে ওসমানী যাদুঘর আয়োজিত শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

বক্তব্যে এ কথা বলেন। নগরের নাইওরপুল যাদুঘরের সহকারী কিপার জিয়ারত হোসেন খানের সভাপতিত্বে ওসমানী যাদুঘরে রুহিন চৌধুরী ফরহাদের পরিচালনায় আলোচনা সভায়

প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সদস্য ও দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন। অনুষ্ঠানে কুরআন থেকে তেলওয়াত করেন মো. জাকির হোসেন। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বক্তব্য রাখেন-জসিম উদ্দিন খন্দকার, রফিকুল ইসলাম জুয়েল, মনিরুল ইসলাম, আব্দুল মালিক, শাহ বাহা উদ্দিন সেলিম প্রমূখ। অনুষ্ঠন শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

সভায় বক্তারা বলেছেন, ইতিহাসের সেরা অর্জন আমাদের বিজয় দিবস। বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নামে জানান দেওয়ার দিন। ৩০ লাখ শহীদ ও দু'লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয়। ৯৬ হাজার পাকসেনাদের আত্মসমর্থনে দিন। এ বিজয়ের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ ও মানচিত্র পেয়েছি।

এএন/০১

@@