রোটারি ক্লাব সিলেট রয়েলসের নতুন প্রেসিডেন্ট শাওন, সেক্রেটারি রেজাউল

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২০, ২০২২
০৯:১৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২২
০৯:১৮ অপরাহ্ন



রোটারি ক্লাব সিলেট রয়েলসের নতুন প্রেসিডেন্ট শাওন, সেক্রেটারি রেজাউল

রোটারি ক্লাব অব সিলেট রয়েলস এর নতুন প্রেসিডেন্ট হিসেবে রোটারিয়ান আবুবক্কর শাওন, সেক্রেটারি হিসেবে রোটারিয়ান মো. রেজাউল ইসলাম এবং প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে রোটারিয়ান মাহদি সালেহিনের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নগরের দরগা গেইটে একটি অভিজাত হোটেলে আয়োজিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। 

ক্লাবের সভাপতি রোটা: নাহিয়ান আল মাদানি খান রবি’র সভাপতিত্বে এবং চিফ ইলেকশন কমিশনার রোটারিয়ান রাহাত তরফদার আগামী ২০২৩-২৪ রোটারি বর্ষের জন্য এ বোর্ড ঘোষণা করেন।

বোর্ডের অন্যান্য দায়িত্বশীলরা হলেন-আইপিপি রোটারিয়ান নাহিয়ান আল মাদানি খান রবি, ক্লাব ট্রেইনার রোটারিয়ান অয়নাব ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ইকবাল হুসেন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মাসনুন আকিব, জয়েন সেক্রেটারি রোটারিয়ান মো. জুবায়ের আহমদ, ট্রেজারার রোটারিয়ান ইমতিয়াজ আহমেদ রাফি, চিফ ইলেকশন কমিশনার রোটারিয়ান রাহাত তরফদার, ডিরেক্টর ক্লাব এডমিন রোটারিয়ান মাশিউর রহমান, ডিরেক্টর টি আর এফ অনুপ রাজ চৌধুরী পিকু, ডিরেক্টর ক্লাব সার্ভিস রোটারিয়ান মাজহারুল ইসলাম শাকিল, ডিরেক্টর পি আর রোটারিয়ান সুমন চন্দ্র সরকার, ডাইরেক্টর মেম্বারশিপ রোটারিয়ান সুমেন কুমার দে, ডিরেক্টর নিউ জেনারেশন রোটারিয়ান স্বপন কুমার তালুকদার, এসজিটি রোটাঃ মিজানুর রহমান, এডিটর রোরোটারিয়ান সুহেল আহমদ রিপন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সাবেক সভাপতি রোটারিয়ান সুহেল আহমদ রিপন, রোটারিয়ান জে এইচ আজাদ শিপন, রোটারিয়ান ইমতিয়াজ আহমেদ রাফি, ক্লাব সভাপতি রোটারিয়ান নাহিয়ান আল মাদানি খান রবি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারিয়ান ইকবাল হুসেন, রোটারিয়ান মাসনুন আকিব, রোটারিয়ান মাজহারুল ইসলাম,  শাকিল, রোটাঃ সুহান চন্দ্র সরকার, রোটারিয়ান সুমন চন্দ্র দে।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু এবং হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইমরান আলী।


এএফ/০১