জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


ডিসেম্বর ২১, ২০২২
০৬:৪৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২২
০৬:৪৪ পূর্বাহ্ন



জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত ১

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে বেপরোয়া গতির পিকআপ ট্রাকের ধাক্কায় আয়বুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার ফরফরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়বুন উপজেলার খড়িকাপুঞ্জি  গ্রামের আবু শহিদের স্ত্রী। 

জানা গেছে, গতকাল বেলা ১টার দিকে সিলেট থেকে জৈন্তাপুরগামী ফ্রিজ বহনকারী একটি এইচ পিকআপ উপজেলার ফরফরা নামক স্থানে বেপরোয়া গতিতে এসে ধান ভাঙার মেশিন গাড়িকে ধাক্কা দেয়। এতে ধান ভাঙা মেশিনের চালক লুৎফুর এবং সড়কের পাশে থাকা পথচারী আয়বুন নেছা (৬০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় আয়বুন নেছা মারা যান। ঘাতক পিকআপ ধাক্কা দেওয়ার পর খাদে পড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস পিকআপ ও ধান ভাঙার মেশিন জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে।’


এএফ/০৩