নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২২
১২:২০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২২
০৪:০৭ পূর্বাহ্ন
সাধারণ মানুষ এখন বিএনপির সঙ্গে রাজপথে দাঁড়িয়েছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘তারা জানে না যে, দেশের জনগন সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এখন রাস্তায় নেমেছে। তাই জুলুম ও নির্যাতন করে জনতার এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।’ তিনি আরো বলেন, ‘সকল রাজবন্দিকে মুক্ত করে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ, সুষ্ট ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে।’
আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহন্তরীন করে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে না দিয়ে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কারাবন্দি করে সরকার বিএনপিকে নেতা শূন্য করার পায়তারা করছে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু তারা জানে না যে, দেশের জনগন সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এখন রাস্তায় নেমেছে। তাই ঝুলুম ও নির্যাতন করে জনতার এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। চলমান আন্দোলনের মাধ্যমেই সকল রাজবন্দিকে মুক্ত করে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ, সুষ্ট ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে। জনগণের দাবী আদায় না করে আমরা ঘরে ফিরব না।’
দুপুর সাড়ে ১২টায় হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে গণমিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরের চৌহাট্টা এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান (জীবন), নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এ ছাড়া গণমিছিল শুরুর আগে রেজিস্ট্রারি মাঠে স্বাগত বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, সরকার পুরোপুরি ব্যর্থ। এই অনির্বাচিত সরকারের অধীন দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে এই সরকার জুলুম-নির্যাতন চালিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। বিএনপির পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ এখন রাজপথে নেমেছে। বিএনপি মানুষের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে।
কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও শাহরিয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হক ও কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বেলা পৌনে দুইটায় কর্মসূচি শেষ হয়।
এএফ/০১