বাংলাদেশের উন্নয়নে প্রয়োজন তরুণদের নেতৃত্ব ও দক্ষতা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৯, ২০২২
০১:৪৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৯, ২০২২
০১:৪৪ পূর্বাহ্ন



বাংলাদেশের উন্নয়নে প্রয়োজন তরুণদের নেতৃত্ব ও দক্ষতা
লিড বাংলাদেশের যুব সম্মেলনে সিকৃবি ভিসি


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূইয়া বলেছেন, দেশ ও জাতি গঠনে আমাদের যুবক ও তরুণরা কাজ করতে চায়। তারা চায় সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে আমাদের দেশটা এগিয়ে যাবে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে প্রয়োজন তরুণদের নেতৃত্ব ও দক্ষতা। যুব সমাজকে পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সমম্ভব নয়।

বুধবার সিলেট নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আইডিয়ার আয়োজিত লিড বাংলাদেশ সিলেট যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আইডিয়ার সভাপতি অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। আইডিয়া কর্মকর্তা তামান্না আহমদের সঞ্চালনায় সম্মেলনে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়ক সুষমা ভট্টাচার্য। সম্মেলনে  অংশীজনদের মধ্যে বক্তব্য রাখেন ইয়ুথ লিডার ফারহানা চৌধুরী। সামিটে প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: ইসমাইল হোসেন ও লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: শাহজাহান চৌধুরী এবং বিশিষ্ট সামাজিক উদ্যোক্তা সিলেট এগ্রো ফিশারী এন্ড ডেইরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া চৌধুরী ।


আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক বলেন, আইডিয়া এই প্রকল্পের অধীনে এসডিজি ১৬ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয পর্যায়ে সামাজিক উদ্যোগের আওতায় ৪০টি  সোস্যাল একশন প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। এর অংশ হিসেবে সিলেটের প্রায় পাঁচ শতাধিক তরুণ বিভিন্ন ইস্যুতে যেমন, নেতৃত্ব, সুশাসন, জেন্ডার, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও আমাদের করণীয় এবং এডভোকেসী বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া এই প্রকল্পের অধীনে ৭ জন তরুণ ইংল্যান্ডে জয়েন্ট ভিশনিং ওয়ার্কশপে অংশগ্রহণ করেন, স্টাডি ভিজিটে অংশগ্রহণ করেন, ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের লীডারশীপ সিম্পোসিয়াম এ অংশগ্রহণ করেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, সুধিজন, এনজিও, মিডিয়া, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার ইতিবাচক সামাজিক শক্তিকে যুক্ত করা হয়। 

লিড বাংলাদেশ প্রকল্প সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ৫ শত শিক্ষার্থী নিয়ে নেতৃত্ব ও দক্ষতা বিকাশে কাজ করেছে। এদের মধ্যে ২ শত শিক্ষার্থী নিয়ে যুব সম্মেলনের মাধ্যমে এ প্রকল্পের সমাপ্তি হবে ৩১ ডিসেম্বর। 

এএন/০৩