সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২২
০৮:৫৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩১, ২০২২
১০:৫০ পূর্বাহ্ন
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের গ্রামের মানুষের প্রতি বিশেষ নজর দিতে হবে। কারণ তাদের অধিকাংশই খেটে খাওয়া মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ মানুষ বিশেষ করে নারীদের উন্নয়নে বিশেষ নজর রয়েছে। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে আমি এটা বুঝেছি।’
দিরাই অ্যাসোসিয়েশন সিলেটের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে নগরের জিন্দাবাজারস্থ একটি হোটেলের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়।
পরীকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বৃহত্তর সুনামগঞ্জের জন্য অনেক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। সুনামগঞ্জবাসীর স্বপ্ন পূরণে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করেছে। আমাদের অ্যাসোসিয়েশনগুলো তাদের অবস্থান থেকে কাজ করলে গ্রামীণ মানুষের জীবনমান আরও উন্নত হবে।’
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাব্বী কামাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘একজন সত্যিকার জনপ্রতিনিধি কখনও বিভাজন সৃষ্টি করেন না। আমাদের পরিকল্পনামন্ত্রী সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কখনও বিভাজন সৃষ্টি করেননি। বরং তাঁর কাছে যখনই গিয়েছি তিনি আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করেছেন। সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে তাঁরও বিশেষ অবদান রয়েছে।’
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সুমন চৌধুরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক রিংকু তালুকদারের সঞ্চালনায় উপদেষ্টাদের পক্ষে বক্তব্য দেন, মাউশি সিলেট অঞ্চলের পরিচালক এম এ মান্নান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সলিল বরন দাস, প্রভাষক রেজাউর রহমান, দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায়, অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য, ব্যবসায়ী গুলজার আহমদ।
অতিথিদের ফুল দিয়ে বরন করেন, সোয়েব আহমদ চৌধুরী, মো. মঈনুল ইসলাম জুবের, স্বাগতম দাস, সুমিত্রা রায়, সার্জেন্ট (অব.) আবুল হোসেন, সব্যসাচী রায়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, সাখাওয়াত চৌধুরী এবং পবিত্র গীতা পাঠ করেন, প্রণয় কান্তি চক্রবর্তী। অভিষেক স্মারকের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অতিথিরা।
এএন/০১