সিলেট মিরর পুরস্কার জীবনের শ্রেষ্ঠ অর্জন: অধ্যাপক আব্দুল আজিজ

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ৩১, ২০২২
১১:১৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২৩
০৭:৩৩ অপরাহ্ন



সিলেট মিরর পুরস্কার জীবনের শ্রেষ্ঠ অর্জন: অধ্যাপক আব্দুল আজিজ

সিলেট মিরর পুরস্কার গ্রহণ শেষে প্রতিক্রিয়া জানাচ্ছেন অধ্যাপক আব্দুল আজিজ

অনেক পদকে ভূষিত হলেও সিলেট মিরর পুরস্কারকে জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে মনে করেন ভাষা সৈনিক ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আজিজ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দৈনিক সিলেট মিরর প্রবর্তিত ‘সিলেট মিরর পুরস্কার’ হাতে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এমনটি বলেন সিলেটের সর্বজন শ্রদ্ধেও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আজিজ। 

সিলেটের বিমানবন্দর এলাকার পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সিলেটে’ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে এ বছর সিলেট মিরর পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কার হাতে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক আজিজ বলেন, ‘বিভিন্ন সংগঠন আমাকে সম্মানীত করেছে। তবে সিলেট মিরর পুরস্কার আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করবে। এই পুরস্কার আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে আমি মনে করি।’ সিলেট মিরর-এর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘সিলেটে অনেকে ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, তারাও পত্রিকা প্রকাশ করেন। কিন্তু এই ধরণের উদ্যোগ কেউ গ্রহণ করেনি। আশা করি ভবিষ্যতে তারাও একই পদাঙ্ক অনুসরণ করবেন।’



এএফ/০১