উন্নত চিকিৎসাসেবার প্রত্যাশায় সিলেটে কুইন্স হসপিটালের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০২, ২০২৩
০৩:২৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২৩
০৩:৪৭ পূর্বাহ্ন



উন্নত চিকিৎসাসেবার প্রত্যাশায় সিলেটে কুইন্স হসপিটালের উদ্বোধন
কুইন্স হসপিটাল সেবার মান নিশ্চিত করবে আশাবাদ মেয়র আরিফের


আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি নিয়ে সিলেটে যাত্রা শুরু করেছে বারাকা গ্রুপের প্রতিষ্ঠান ‘কুইন্স হসপিটাল।’ হাসপাতালটির উদ্বোধন করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক বলেন, ‘আমি মনে করি দেশেই বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। বেসরকারি হাসপাতালগুলোর প্রয়োজন রয়েছে এবং কুইন্স হসপিটাল সেবার মান নিশ্চিত করে মানুষের পাশে দাঁড়াবে বলে আমার প্রত্যাশা।’

আজ রবিবার সকালে নগরের সুবিদবাজারে কুইন্স হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।


এ সময় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মেয়র আরিফ বলেন, ‘আমরা উন্নত চিকিৎসার জন্য ভারত যাচ্ছি, ব্যাংকক যাচ্ছি, সিঙ্গাপুর যাচ্ছি। আমি মনে করি আমাদের দেশের চিকিৎসকরা বিদেশের চিকিৎসকদের চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন ও অত্যন্ত মেধাবী। এর জলজ্যান্ত প্রমাণ আমি নিজে।’ তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় যেখানে আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছিল সেখানে বড় বড় হসপিটাল কিন্তু আমাকে চিকিৎসা দেয়নি। সিএমএইচ ও পিজি হাসপাতালও আমাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। আমাকে চিকিৎসা দিয়েছে ঢাকার একটি বেসরকারি ক্লিনিক। তাদের চিকিৎসায় আমি সুস্থ হই।’ তিনি আরো বলেন, ‘পরবর্তীতে আমি আমেরিকা গেলে সেখানে কয়েকটি হাসপাতালের চিকিৎসকরা আমাদের দেশের চিকিৎসকদের সফলতা দেখে অবাক হয়েছেন। আমি মনে করি দেশেই বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। বেসরকারি হাসপাতালগুলোর প্রয়োজন রয়েছে। কুইন্স হসপিটাল সেবার মান নিশ্চিত করে মানুষের পাশে দাঁড়াবে এটা আমার প্রত্যাশা।'

তিনি বারাকা গ্রুপের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বারাকা গ্রুপ যেসব প্রতিষ্ঠান করছে তারা ভালো করছে ‘

তিনি আরও বলেন, ‘ক্লিনিকগুলোতে দেখা যায় একটা নির্দিষ্ট শ্রেণির রোগিরা সেবা পাচ্ছেন, বাকি আশিভাগ মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষরা সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। অতিরিক্ত চিকিৎসা ব্যয়ের কারণে নিম্ন আয়ের মানুষ ক্লিনিকমুখী হন না। কুইন্স হসপিটালের ক্ষেত্রে যেন এমনটা না হয়।’

কুইন্স হসপিটালের ম্যানেজার (অপারেশনস এন্ড মার্কেটিং) মো. মহিউদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. শাহানা ফেরদৌস চৌধুরী বলেন, ‘ভারত নেপাল থাইল্যান্ডের চিকিৎসকরা মেশিন নির্ভর আমরা স্কিল্ড নির্ভর। আমরা সেবার মান অনেক বেশি দিতে পারি। তবে আমাদের দেশে কিছু অচিকিৎসক আছেন যাদের পড়াশোনা নেই , পেশাদারিত্ব নেই। তারা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তাদের জন্য চিকিৎসকদের নিয়ে অনেকের মধ্যে বিরূপ ধারণা জন্মেছে। এ ধারণা দূর করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।’


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা কাউসারুজ্জামান।

অনুষ্ঠানে সিলেট ক্লাবের সভাপতি মুহিতুল বারী চৌধুরী ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শামসুল হক এবং অ্যাডভোকেট মাহফুজুল হকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেন কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাহিম আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, ডা. তোফায়েল আহমেদ, ডা. নানু মিয়া, রাজনীতিবিদ সালেহ আহমদ খসরু প্রমুখ।

এদিকে কুইন্স হসপিটালের উদ্বোধন উপলক্ষে দিনব্যপাী নানা কর্মসূচি আয়োজন করা হয়। সকাল ৮টা থেকে বিনামূল্যে ডায়বেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া বিকেলে ফুটবল বিশ্বকাপ খেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।  


এএফ/০২