কবির আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০২, ২০২৩
১১:৫৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২৩
১১:৫৯ অপরাহ্ন
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে ব্যবসায়ীরা। পাশাপাশি নানা ধরণের চুরিও বেড়েছে। এতে করে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, মোটরসাইকেল চুরি ছাড়াও কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে গরু চুরি, ট্রান্সফরমার চুরি, সিএনজি চুরি, বাজারের দোকানে চুরি, বাড়ি-ঘর ও ক্রাশার মেশিনের মালামাল চুরি। বেড়েছে ডাকাতির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় থানা পুলিশের কাছে ভুক্তভোগীরা অভিযোগ করেও মোটরসাইকেলসহ অন্যান্য চুরি ও ডাকাতির মালামাল উদ্ধার বা চোর সনাক্ত করতে পারছে না পুলিশ। এতে জনমনে অসন্তুষ্টি দেখা দিয়েছে।
সর্বশেষ আজ রবিবার বিকেলে কোম্পানীগঞ্জ থানার এলাকার টুকেরবাজার পয়েন্ট থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী মুর্শেদ আলম নামের এক ব্যবসায়ী তার মোটরসাইকেলটি চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন।
এর আগে গত ১২ নভেম্বর উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ইসলামপুর গ্রামের লাল মঞ্জিলের একটি বাসা থেকে ওয়াল্টন প্লাজার ম্যানেজার গোপীনাথ কর্নকারের টিভিএস মেট্রোপ্লাস মডেলের মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পরেই কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী গোপীনাথ কর্নকার। মোটরসাইকেল চুরির অভিযোগ করার প্রায় দুই মাস অতিবাহিত হলেও থানা পুলিশ মোটরসাইকেলের কোনো সন্ধান বের করতে কিংবা সন্দেহভাজন হিসেবে কাউকে আটকও করতে পারেনি।
গোপীনাথ কর্নকার বলেন, ‘চোর চক্রের সদস্যরা কত বড় ক্ষমতাশালী হলে একজন মানুষের বাড়িতে ঢুকে গাড়ীর তালা ভেঙে মোটরসাইকেল চুরি করে? গাড়ী চুরি হওয়ার পরেই কোম্পানীগঞ্জ থানায় চুরির অভিযোগ করি। অভিযোগের পরে এসআই আজিজুর রহমান নামের অফিসার এসে ঘটনাস্থলে পরিদর্শন করে গিয়েই দায়িত্ব শেষ করেছে। গাড়ী চুরির প্রায় দুই মাস হয়ে গেলেও গাড়ীর উদ্ধার দূরের কথা চোরদেরই কোন সন্ধান করতে পারে নাই পুলিশ। আমার মোটরসাইকেল ছাড়াও আরও কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা শুনেছি কিন্তু কারো গাড়ী উদ্ধার বা চোর আটকের খবর শুনি নাই।’
উপজেলার নোয়াগাওঁ গ্রাম থেকে গত ১৫ নভেম্বর কলাবাড়ী গ্রামের শাব্বির আহমদ নামের আরেক ব্যবসায়ীর হিরো কোম্পানির স্প্লেন্ডারপ্লাস ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। পুলিশের কাছে মোটরসাইকেল চুরির অভিযোগ করে কোনো লাভ হবে না ভেবে তিনি থানায় অভিযোগ করেননি
উল্লেখিত এসব ঘটনা ছাড়াও আরও কিছু মোটরসাইকেল চুরির খবর পাওয়া গিয়েছে। তবে মোটরসাইকেল চুরির এসব ঘটনা ছাড়া মোটরসাইকেল চুরির চেষ্টা খবরও পাওয়া গিয়ে।
উপজেলার ইসামপুর গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, ডিসেম্বর মাসের শেষের দিকে ভোলাগঞ্জ এলাকায় মোটরসাইকেল রেখে ব্যবসায়ী কাজ করেছিলেন তিনি। কাজ শেষে মোটরসাইকেলের কাছে এসে দেখেন চোরেরা মোটরসাইকেল তালা ভাঙার চেষ্টা করেছে কিন্তু তালা ভাঙা শেষ করার আগেই তিনি চলে আসায় রেহাই পান। ঘটনাটি ঘটেছে পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকায়।
খোঁজ নিয়ে জানাযায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে পাথর নিতে এসেছিলেন সাদেক নামের এক ব্যবসায়ী। তিনি মোটরসাইকেলটি রেখে এক ক্রাশার মিল থেকে আরেক ক্রাশার মিলে গিয়ে পাথর দেখে ফিরে এসে দেখলেন কেউ তার মোটরসাইকেল চুরির করার উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করেছেন।
উপজেলার টুকেরবাজারের চুনাপাথর ব্যবসায়ী মুর্শেদ আলমের ইয়ামাহা কোম্পানির FZ-2 মডেলের কালো রং এর মোটরসাইকেল গত ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় টুকের বাজার পয়েন্টের ডা. নুরুল আমিন কমপ্লেক্সে তার ব্যবসায়িক কার্যালয়ের সামনে রেখে ব্যবসায়িক কাজ করছিলেন। কাজ শেষে বাড়ি ফিরতে রাত ৯টা ৪০ মিনিটে গিয়ে দেখেন ডা. নুরুল আমিন কমপ্লেক্সের সামনে রাখা তার মোটরসাইকেল নেই। নক ভেঙে চোরেরা মোটরসাইকেলটি চুরি করে।
ভুক্তভোগী মুর্শেদ আলম জানান, আমাদের কোম্পানীগঞ্জের রাজধানী বলা হয় টুকেরবাজারকে। এই বাজার থেকে কোনো সময় মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা আমি শুনিনি।বাজারের প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রামকে হাজার হাজার মানুষ আসে। যেখান থেকে গাড়ীটি চুরি হয়েছে সেখানেও প্রতিদিন শত শত মোটরসাইকেল রাখা থাকে। সব মিলিয়ে বাজারের ব্যবসায়ীরা খুব আতঙ্কে রয়েছেন।
এদিকে পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রেতাদের সাথে কথা বলে জানাযায় গত কয়েক মাস ধরে কোম্পানীগঞ্জে বেড়েছে আন্তঃজেলা চোর চক্রের আনাগোনা। নাম না প্রকাশের শর্তে পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রেতা এক ব্যবসায়ী বলেন, গত কয়েক মাসে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির খবর পাচ্ছি। আবার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে কোম্পানীগঞ্জের মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের সাথে অন্য উপজেলার কিছু মানুষের প্রায় সময় ঘুরাফেরা করে। এতে বুঝা যায় কোম্পানীগঞ্জের চোরদের সাথে যারা ঘুরাফেরা করে তার আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এসব কথার কিছু অডিও প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী মোটরসাইকেল চুরির বিষয়ে বলেন, উপজেলার টুকেরবাজার ও ইসলামপুর গ্রামের থেকে দু'টি মোটরসাইকেল চুরির অভিযোগ ছাড়া আর কোন মোটরসাইকেল চুরির ঘটনা আমার জানা৷ নেই। ইসলামপুরে গ্রাম থেকে ওয়াল্টন প্লাজার ম্যানেজারের গাড়ী চুরির প্রায় দুই মাস হয়ে গেলেও গাড়ী উদ্ধার বা চোর চক্রেরের সদস্য আটক হয়নি বলে জানান তিনি।
এএফ/০৩