প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৫, ২০২৩
০৬:২৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২৩
০৬:২৯ পূর্বাহ্ন



প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাৎ


বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে (গণভবন) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় তারা আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

স্বাক্ষাৎকালে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালি, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মিসবাহ সাদাত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী,  সিনিয়র সদস্য মকসুদ রহমান, মেসবাউর রহমান, খসরুসজ্জামান, আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা মাহমুদ আলী, কাজী মাসুম, ব্যারিস্টার আবির আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া, সহ-সভাপতি শহিদুল ইসলাম ও সারোয়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত জয়, সাংগঠনিক সম্পাদক জাহিদ দেওয়ান, সহ-সম্পাদক নুরুদ্দিন ইসলাম প্রমূখ।


এএফ/০১