জীবনের বড় সফলতা হচ্ছে ভালো মানুষ হওয়া: নাদেল

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৬, ২০২৩
০১:৪৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৬, ২০২৩
০১:৪৯ পূর্বাহ্ন



জীবনের বড় সফলতা হচ্ছে ভালো মানুষ হওয়া: নাদেল
২৩তম নুরুর রহমান বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘জীবনের বড় সফলতা হচ্ছে ভালো মানুষ হওয়া। শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হতে হবে। শিক্ষক, অভিভাবক, সহপাঠী, পাড়া প্রতিবেশিসহ সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।’ নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজসেবায় আত্মনিয়োগের তাগাদ দিয়ে তিনি বলেছেন, ‘সমাজের দায়বদ্ধতা পালন করতে হবে। যেভাবে পালন করছেন এ এস এম নূরুর রহমান ‘

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে নগরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কিশোরীমোহন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিরাবাজার  ২৩তম এ এস এম নুরুর রহমান বৃত্তি, সনদপত্র ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিদ্যালয়ের এস এম সি কমিটির সভাপতি মো. শাহীন রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।

শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীন। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রাবণী ধর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৃত্তির প্রবক্তা এ এস এম নুরুর রহমান ও তাঁর সহধর্মিণী রায়হানা আক্তার, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো রফিকুল রব, পিটিএ কমিটির সভাপতি মো. খুরশেদ সিরাজ।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও অর্থ প্রদান করা হয়। আরও ৩০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস তুলে দেন অতিথিবৃন্দ।


এএফ/০৪