নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০৬, ২০২৩
১০:৩৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৬, ২০২৩
১০:৪৩ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। করা হয়েছে।
আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
জানা গেছে, সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসাইন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠানের ঘোষনা দেন। কিন্তু বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কর্মীসভা শুরুর প্রাক্কালে বাঁধা দেন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিদ্রোহী গ্রুপ। সিকৃবি শাখা সহ সভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূইয়া, ও প্রান্ত ইসলাম এই বিদ্রোহী গ্রুপের নেতৃত্ব এই বাঁধা দেওয়া হয়। এসময় সহ সভাপতি সাব্বির মোল্লা ও তার অনুসারী জুনায়েদ আহমেদ শাহ পরান হলে ঢুকে সভাপতি আশিকুর রহমানের নেতৃত্বে থাকা কয়েকটি কক্ষ ভাঙ্গচুর করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সাব্বির মোল্লা বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানিনা। ক্যাম্পাসে ছিলাম না। সংঘর্ষ হয়েছে কিনা খোঁজ নিয়ে দেখছি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘আমি এবং সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের অনুমতি নিয়ে আজ (শুক্রবার) কর্মী সভার আয়োজন করেছিলাম। বিদ্রোহী ছাত্রলীগ তাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। আমরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অনেকে আহত হয়েছেন।’
বিকেল পাঁচটার দিকে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম সোহাগ কালের কণ্ঠকে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার সহকারী পুলিশ কমিশনার শাহজাহান জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। পুলিশ ক্যাম্পাসের বাহিরে অবস্থান করছে। এখন পরিস্থিতি অনেকটা শান্ত। যেহেতু আমরা ক্যাম্পাসের বাহিরে অবস্থান কারছি হতাহত সম্পর্কে এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এএফ/০১