সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০৭, ২০২৩
০৫:০০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৭, ২০২৩
০৫:০৫ পূর্বাহ্ন
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৩-২৪ রোটারীবর্ষের জন্য গঠিত কমিটির বোর্ড অব ডাইরেক্টরস নির্বাচিত হন প্রেসিডেন্ট আক্তার চৌধুরী রুবেল, মো. ইকবাল হোসেন, প্রেসিডন্ট ইলেক্টক আব্দুল বাসিত, ভাইস প্রেসিডেন্ট-১ ইন্জিনিয়ার ময়নুল ইসলাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-২ রেজাউল করিম, ক্লাব সেক্রেটারী কাজী আব্দুল জলিল খাঁন, জয়েন্ট সেক্রেটারী ইখতিয়ার আহমদ চৌধুরী, ট্রেজারার অ্যাডভোকেট মাজহারুল হক, ডাইরেক্টরস মো. তফাজ্জুল হোসেন (ক্লাব সার্ভিস), মো. আসাদুজ্জামান রনি (কমিনিউটি সার্ভিস), সুয়েব আহমদ (ভকেশনাল সার্ভিস), তানভীর বকস (ইউথ সার্ভিস), মো. নিজাম উদ্দিন (ইন্টারন্যাশনাল সার্ভিস)। ইডিটর মোহাম্মদ কবির উদ্দিন, সার্জেন্ট এট আর্মস-(১) নজির আহমদ আজাদ, (২) আজিজুর রহমান, ক্লাব ট্রেইনার মোহাম্মদ রেহান উদ্দিন রায়হান।
৩১ ডিসেম্বর নগরের একটি অভিজাক হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সভায় এই কমিটি গঠন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কাজী আব্দুল জলিল খান, জাতীয় সংগীত পরিবেশনে নেতৃত্ব দেন ইন্জিনিয়ার ময়নুল ইসলাম চৌধুরী, রোটারী প্রত্যয় পাঠ করেন মোহাম্মদ রেহান উদ্দিন রায়হান।
সভায় অর্ধবার্ষিক কার্যক্রমের রিপোর্ট পেশ করেন ক্লাব সেক্রেটারী রেজাউল করিম। ক্লাব ট্রেজারার মো. আসাদুজ্জামান রনি এই সময়ে ক্লাবের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
ক্লাবের নিয়ন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী ময়নুল ইসলাম হেলাল। তিনি ২০২৩-২৪ রোটারীবর্ষের কমিটি ঘোষণা করেন।
ক্লাবের বিদায়ী প্রেসিডেন্টস সহ সকল সদস্যরা ২০২৩-২৪ রোটারীবর্ষের দায়িত্বপ্রাপ্তদের ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
এএন/০১