নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৮, ২০২৩
০৪:০৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৮, ২০২৩
০৪:০৬ পূর্বাহ্ন



নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


সিলেট নগরের তেলিহাওর এলাকার একটি বহুতল ভবন থেকে ফারহানা হক মিলি (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে তেলিহাওরের সিলভ্যালি ক্যাসলের তৃতীয় তলায় নিজ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মিলি সিলভ্যালি ক্যাসেলের তৃতীয় তলার এ-২ ইউনিটের বাসিন্দা নূর আলমের স্ত্রী ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালিয়ারখাপন গ্রামের মৃত সিরাজুল হকের মেয়ে। 

জানা গেছে, মিলি ও মিলির বড় বোন রেহানা হক সুহেলি তাদের স্বামী নিয়ে ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে মিলি না খেয়েই তার শয়নকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। তার স্বামী একই বাসায় থাকলেও ঘুমান ভিন্ন কক্ষে। আজ বেলা ১১টা পর্যন্ত মিলির কক্ষের দরজা লাগানো দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও তার সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে একটি থাই গøাসের দরজা এবং কক্ষের মূল দরজা ভেঙে মিলির মরদেহ খাটের উপরে হাটু গাড়া অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এ সময় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদ্বীপ দাস বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসা হয়েছে।’

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিষয়টি বুঝা যাবে।’


এএফ/০৯