ফেঞ্চুগঞ্জে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১২, ২০২৩
০২:৪০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১২, ২০২৩
০২:৪৭ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মুমিন (২৩) নামে এক যুবকের নিহত হয়েছেন।

আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মুমিন গ্রামের রেখন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় পাশের বাড়ির গাছে উঠে ডাল কাটছিলেন আব্দুল মুনিম। এ সময় গাছের ডালটি ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক লাইনে জড়িয়ে গেলে তিনি বিদ্যুস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করেছেন। ওই আবেদন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছেন।’


এএফ/০৭