সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক চাপায় পথচারী নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


জানুয়ারি ১২, ২০২৩
০৩:০৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১২, ২০২৩
০৩:০৪ পূর্বাহ্ন



সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক চাপায় পথচারী নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় নাজিম উদ্দিন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

আজ বুধবার বিকেলে সিলেট-মহাসড়কের বাঘের সড়ক এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজিম উপজেলার দরবস্ত ইউনিয়নের পূর্বগর্দনা গ্রামের মৃত ডমাই আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে যানা যায়, আজ বিকাল তিনটা ৪৫ মিনিটের দিকে রাস্তা পারাপারের সময় সিলেট অভিমুখি দ্রুতগতির ড্রাম ট্রাক নাজিম উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ঘটনার পর স্থানীয় জনতা বাঘের সড়ক এলাকায় সিলেট-তামাবিল মহাসড় অবরোধ করেন। এসময় এ সড়কে আটকা পড়ে পর্যটক ও যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাস ও মালামাল বোঝাই ট্রাক। 

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মুরুব্বিদের সহায়তায় জনতার সড়ক অবরোধ তুলে দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্ব বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে বিকাল ৫টায় অবরোধ তুলে নেন স্থানীয়রা। 

ফারুক হোসেন জানান, ময়না তদন্ত হবে কি না এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এএফ/০৯