শাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৩
০২:৪৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২০, ২০২৩
০২:৫২ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সোনালী ব্যাংক শাখায় চেক বই ছাড়া মোবাইলে ই ওয়ালেট অ্যাপসের মাধ্যমে টাকা তোলতে পারবেন গ্রাহকরা।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখার ম্যানেজার মো. দিলশাদ আলী।
তিনি জানান, এখন থেকে ব্যাংকের টাকা তোলার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি শাখায় কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজে টাকা ওঠানো যাবে। তারই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের এ শাখায় একই পদ্ধতি চালু করা হয়েছে।
দিলশাদ আলী জানান, গ্রাহকেরা স্মার্টফোনে সোনালী ই-ওয়ালেট ডাউনলোড করে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার করে টাকা নিয়ে আসতে হবে। এরপর ব্যাংকে এসে নির্দিষ্ট স্থানে টানানো কিউআর কোড স্ক্যান করলে টাকার পরিমাণ শো করবে। পরে তা লিখে অ্যাপসের কাজ সম্পন্ন করতে হবে। এরপর ব্যাংকের নগদ প্রদান সেকশনে টাকার পরিমাণ ও মোবাইল নাম্বার বললে গ্রাহকরা সহজে টাকা পেয়ে যাবে। এতে চেকবই ছাড়া কোনো চার্জ ব্যতীত এবং স্বাক্ষর ভেরিফিকেশনের কোনো ঝামেলা পোহাতে হবে না।
এইচএন-০২/এএফ-০৮