জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৩
১২:৪৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৭, ২০২৩
১২:৪৫ পূর্বাহ্ন
সিলেটের তামাবিল কাস্টমস-এ আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে তামাবিল কাস্টমস অফিস প্রাঙ্গনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সারাবিশ্বের সাথে মিল রেখে ওর্যাল্ড কাস্টমস অর্গানাইজেশন প্রদত্ত প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় সিলেটের তামাবিল শুল্কস্থল কাস্টমস স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়।
গুরুত্বপূর্ণ অংশীজন ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা এবং আন্ত: সীমান্ত ব্যবসা বাণিজ্যের গুরুত্বপুর্ণ অংশীদার, ভারতীয় কাস্টমস ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র সাথে শুভেচ্ছা বিনিময় ফুল ও মিষ্টি উপহার প্রদান করা হয়।
মুলত: ভবিষ্যত প্রজন্মের লালন, কাস্টমস জ্ঞান চর্চার সংস্কৃতি ও উত্তম সেবা এবং পেশাদারিত্বের বিকাশ স্লোগানে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তামাবিল কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
সহকারী রাজস্ব কর্মকর্তা রিয়াজুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানী কারুক গ্রুপের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জালাল উদ্দিন, তামাবিল উদ্ভিদ সংনিরোধ'র উপ-পরিচালক সুলতান মাহমুদ ভূইয়া, তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি শফিকুর রহমান, তামাবিল বিজিবি'র কোম্পানী কমান্ডার মো. আলতাব হোসেন, তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) মো. রুনু মিয়া, সোনালী ব্যাংকের ম্যানোজার ফাতেমাতু জহুরা, জাতীয় গোয়োন্দা সংস্থা এনএস আই'র সহকারী পরিচালক ইমরান হোসেন, তামাবিল কাস্টমস'র রাজস্ব কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মো. আব্দুল বাসিত, এমদাদুল হক, মো. মিজান ও মনির হোসেন।
আরকেএস-০১/এএফ-০৩