সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০২, ২০২৩
০৩:১৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২৩
০৩:১৭ পূর্বাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা যোগেন্দ্র মোহন দাস ও মোহিনী মোহন দাসের বাবা মদন মোহন দাসের ৯৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) নগরের মির্জাজাঙ্গালস্থ তাঁর জন্ম ভিটায় মেঘনা এ/৩৯ বাসায় তাঁর উত্তরসূরী সুখেন্দু বিকাশ দাস শংকরের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সর্ব্বানূ অর্জ্জুনের সভাপতিত্বে কলেজের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী নাট্যজন অরিন্দম দত্ত চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদন মোহন দাসের উত্তরাধিকার সুখেন্দু বিকাশ দাস শংকর।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক জয়ন্ত দাস, অধ্যাপক রজতকান্তি ভট্টাচার্য, অধ্যাপক মঞ্জুর হোসেন, অধ্যাপক জয়দ্বীপ দাস, অধ্যাপক সম্পদ কুমার সরকার, অধ্যাপক বিপ্রেশ রায়, অধ্যাপক ধ্রুবরাজ চৌধুরী, অধ্যাপক বিপ্লব রায়, বিভাস রায়, গৌতম দে, হাবিবুর রহমান, চান মিয়া, ঝন্টু কর, তোতা মিয়া প্রমূখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা যোগেন্দ্র মোহন দাসের নাতি শান্তনু কুমার দাস, ধ্রুব গৌতম প্রমূখ।
এএফ/০৭