নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৩, ২০২৩
১২:৫১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২৩
১২:৫১ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটনকেন্দ্র লালাখালে বেড়াতে দিয়ে নৌকা উল্টে পানিতে ডুবে মারা গেছেন ফয়েজ আহমেদ চৌধুরী রিপন (৪৫) নামে এক ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে লালাখানে নৌকা উল্টে তিনি পানিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে সিলেটে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত রিপন সিলেট নগরের শিবগঞ্জ সাদীপুরের মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা। তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য, সিলেট মেট্রিপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রতিষ্ঠাতা সদস্য এবং সিলেট-কুশিয়ারা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক।
জানা গেছে, রিপন ও তাঁর তিন বন্ধু লালাখালে বেড়াতে গিয়েছিলেন। নৌকায় ঘুরে বেড়ানোর এক পর্যায়ে নৌকার ছাউনির উপর উঠে ছবি তুলছিলেন। এসময় তাদের নড়াচড়ায় হঠাৎ নৌকা উল্টে যায়। এসময় বাকিরা পারে উঠতে পারলেও সাঁতার না জানায় পারে উঠতে পারেননি। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি বলেন, ‘লালাখালে নৌকা উল্টে তিনি ডুবে যান। পরে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এএফ/০৩