গ্রেপ্তার শিক্ষককে মুক্ত করতে গোলাপগঞ্জে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৩, ২০২৩
০১:১৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২৩
০৫:৫৮ পূর্বাহ্ন



গ্রেপ্তার শিক্ষককে মুক্ত করতে গোলাপগঞ্জে সড়ক অবরোধ শিক্ষার্থীদের


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গ্রেপ্তার এক শিক্ষককে সড়ক অবরোধ করে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন শিক্ষার্থীরা। পরে তাকে ফুলের মালা পরিয়ে মিছিল সহকারে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। 

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

শিক্ষকের নাম দেবব্রত চৌধুরী। তিনি গোলাপগঞ্জের সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক। তাঁর বিরুদ্ধে ২০১৪ সালের জুনে ঢাকার বনানী থানায় একটি মামলা করে বিটিআরসি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ থানায় নেয় পুলিশ।

জানা গেছে, শিক্ষককে আটকের খবর পেয়ে আজ সকালে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা গোলাপগঞ্জ থানার সামনে জড়ো হয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। বিক্ষোভের মুখে ওই শিক্ষককে কলেজের অধ্যক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা শিক্ষককে ফুলের মালা পরিয়ে মিছিল নিয়ে প্রতিষ্ঠানে নিয়ে যান।

পুলিশ বলছে, বিটিআরসির তদন্ত কর্মকর্তাসহ যাঁরা সিলেটে এসেছিলেন, তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আদালতে হাজির হওয়ার শর্তে তাঁকে ছেড়ে দিয়েছেন।

শিক্ষক দেবব্রত চৌধুরীর দাবি, মামলাটি সম্পর্কে তিনি অবগত নন। বিটিআরসির করা মামলায় যেসব তথ্য দেওয়া হয়েছে, সেগুলো ভুল। তাঁকে ফাঁসানো হয়েছে। এ ব্যাপারে আইনের সহায়তা নেওয়ার জন্য আইনজীবীর সঙ্গে আলোচনা করবেন তিনি।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সিলেট মিরর-কে বলেন, ঢাকায় হওয়া একটি মামলায় ওই শিক্ষককে আটক করা হয়েছিল। পরে আদালতে হাজির হওয়ার শর্তে মুচলেকা নিয়ে আরেকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করছে বিটিআরসি কর্তৃপক্ষ। ওই মামলার ব্যাপারে গোলাপগঞ্জ থানার কাছে তেমন কোনো তথ্য নেই।


এএফ/০৪