শনিবার থেকে সিলেট ক্লাবের ক্রিকেট ফিয়েস্তা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৩, ২০২৩
০৩:০২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২৩
০৩:০২ পূর্বাহ্ন



শনিবার থেকে সিলেট ক্লাবের ক্রিকেট ফিয়েস্তা


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটডোর স্টেডিয়ামে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে সিলেট ক্লাব লিমিটেডের ক্রিকেট ফিয়েস্তা ২০২৩।

সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত ক্রিকেট ফিয়েস্তায় সিলেট ক্লাবের পাশাপাশি অংশ নেবে ঢাকার গুলশান ক্লাব লিমিটেড এবং বনানী ক্লাব লিমিটেড। 

তিনটি ক্লাবই পরষ্পর টি-টেন ক্রিকেট খেলায় মুখোমুখি হবে।  অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষ দুই দলকে পুরস্কৃত করা হবে। 

সিলেট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মুহিতুল বারী রহমান জানিয়েছেন, সিলেট ক্লাবের সঙ্গে দেশের শীর্ষ স্থানীয় প্রায় সবকটি ক্লাবের সঙ্গে অ্যাফিলেশন রয়েছে। অন্যান্য ক্লাব যখন বিভিন্ন ইভেন্টের আয়োজন করে তখন সিলেট ক্লাব ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সে সব ইভেন্টে অংশগ্রহণ করে আসছে।’ গত বছর গুলশান ক্লাব আয়োজিত বিভিন্ন ইভেন্টে সিলেট ক্লাব অংশগ্রহণ করে জানিয়ে তিনি বলেন, ‘পুল টুর্ণামেন্টে সিলেট ক্লাব লিমিটেড চ্যাম্পিয়ন এবং ক্রিকেট টুর্ণামেন্টে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। যে টুর্নামেন্টে দেশের প্রায় সবকটি ক্লাব অংশগ্রহণ করে।’

মুহিতুল বারী রহমান আরও বলেন, ‘এবারই প্রথম সিলেট ক্লাব ক্রিকেট ফিয়েস্তা আয়োজন করেছে। সকলের সমর্থন পেলে আমরা আগামীতে আরও বড় পরিসরে বেশী ক্লাবের অংশগ্রহণে শুধু ক্রিকেট নয়, সিলেটে অন্যান্য খেলাধুলার আয়োজন করতে চাই।’

সিলেট ক্লাব লিমিটেডের পরিচালক প্রশাসন মুফতি তাহের আহমদ জানান, ক্রিকেট ফিয়েস্তার পাশাপাশি শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাব সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরিতে শিশু ও বাচ্চারা অংশগ্রহণ করবে।  


এএফ/০৬