সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৭, ২০২৩
০৪:৩৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২৩
০৪:৩৮ পূর্বাহ্ন
সিলেট ক্লাব লিমিটেড আয়োজিত ক্রিকেট ফিয়েস্তা ২০২৩ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে সিলেট ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সিলেট ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রিকেট ফিয়েস্তা ২০২৩ এর আহবায়ক এবং সিলেট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট হাসিন আহমদের সভাপতিত্বে এবং সিলেট ক্লাবের সাবেক ডাইরেক্টর অ্যাডমিন আলি ওয়াসিকুজ্জামান চৌধুরী অনির পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকার বনানী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রুবেল আজিজ, গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল, নারায়নগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদের হাতে সিলেট ক্লাব প্রেসিডেন্ট মুহিতুল বারী রহমান সিলেট ক্লাবের পক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় সংবর্ধিতরা পৃথক পৃথক প্রতিক্রিয়ায় সিলেট ক্লাবের আতিথিয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিলেট ক্লাবের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা প্রত্যেকেই সিলেট ক্লাব প্রেসিডেন্ট মুহিতুল বারীকে তাদের স্ব-স্ব ক্লাবের পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট প্রদান করেন।
পরে সিলেট ক্লাবের পক্ষ থেকে বনানী ক্লাবের সভ্য এবং প্রেসিডেন্ট এর স্ত্রী সৈয়দা শাইরিন আজিজকে বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।
অন্যদিকে প্রাণবন্ত ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করায় বনানী ক্লাবের পক্ষ থেকে সিলেট ক্লাবের ডাইরেক্টর স্পোর্টস এন্ড কালচার জিল্লুর রহমান সুমনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
স্নোকারে সিলেট ক্লাবের জয়
শনিবার রাতে বনানী ক্লাব আয়োজিত বিশেষ স্নোকার প্রতিযোগিতায় সিলেট ক্লাবের আবু আহমেদ ফজল মুকিম ও রায়হান মাসুদ রাসেল জুটি ২-১ ব্যবধানে বনানী ক্লাবকে পরাজিত করে।
এদিকে শনিবার সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে (আউটার) সিলেট ক্লাবের মহিলা সভ্য এবং সভ্যদের স্ত্রী ও সন্তানদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাচ্চাদের বয়স ভিত্তিক চারটি গ্রপে মোট ১২ টি খেলা অনুষ্ঠিত হয় এবং মহিলারা তিনটি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
খেলা শেষে প্রতিযোগিতা অনুষ্ঠানের আহবায়ক শামসুন্নাহার মাওলা বেগম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তাহমিদা আক্তার চৌধুরী সুমার পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
এএফ/০৫