মেট্রোপলিটন ইউনিভার্সিটি চাকুরীপ্রার্থী নয়; চাকুরীদাতা তৈরী করতে চায়

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৭, ২০২৩
০২:১৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২৩
০২:১৩ অপরাহ্ন



মেট্রোপলিটন ইউনিভার্সিটি চাকুরীপ্রার্থী নয়; চাকুরীদাতা তৈরী করতে চায়
বিজনেস ইনোভেশন এন্ড টেকনোলজি’ শীর্ষক কর্মশালার ড. জহিরুল হক


মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “সনদসর্বস্ব শিক্ষা শিক্ষার্থীদের ভাগ্যোন্নয়নে যেমন কোনো কাজে লাগে না; তেমনি এসব ডিগ্রী নিয়ে শিক্ষার্থীরা দেশের উন্নয়ন অগ্রগতিতে কোনো অবদান রাখতে পারেন না। বাংলাদেশের শিক্ষার হার ও উচ্চ ডিগ্রীধারীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুনগত মানের প্রত্যাশিত অর্জন এখনও হয়নি। সেজন্য দেশে ডিগ্রীধারী বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশে উচ্চ শিক্ষায় তত্ত্ব ও সেই অর্জিত শিক্ষার সাথে বাস্তবতার ব্যাপক ফারাক বিদ্যমান। একজন শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহনের পাশাপাশি সমাজ, দেশ ও বৈশ্বিক পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য পাঠক্রমকে ঢেলে সাজাতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। সেজন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের চাকুরী প্রার্থী নয়; চাকুরী দাতা হিসেবে গড়ে তুলতে চায়। সেজন্য আমরা আউটকাম বেইজড কারিক্যুলাম বাস্তবায়ন করেছি। আমাদের প্রতিটি প্রোগ্রামের লক্ষ্যে এসডিজির সাথে সমন্বিত করা হয়েছে। এখানে তাত্ত্বিক জ্ঞানদানের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান যাতে বাস্তবে প্রয়োগ করতে পারে সে ব্যাপারে আমরা আন্তরিক। সেজন্যই আমাদের গ্র্যাজুয়েটরা গুগল, অ্যামাজন, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জসহ দেশে বিদেশের শীর্ষ প্রতিষ্ঠানসমূহের গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। পাশাপাশি অনেকেই উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রফেসর এম হাবিবুর রহমান হলে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও হাল্ট প্রাইজ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিজনেস ইনোভেশন এন্ড টেকনোলজি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের  অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও হাল্টপ্রাইজের এডভাইজার মো. ইমরান উদ্দিন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন টেকনেক্সট লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক রুবেল ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্লানিং ডাইরেক্টর মো. মুসা সৈয়দ। 

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাবিনা বেগমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, অর্থনীতি বিভাগের প্রধান ও প্রক্টর প্রফেসর ড. মোঃ জামাল উদ্দিন,  অর্থনীতি বিভাগের লেকচারার আশিকুর রহমান প্রমূখ। এ কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এএন/০৪