পাশের হারে মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৮, ২০২৩
০৭:২৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২৩
০৭:২৮ অপরাহ্ন



পাশের হারে মেয়েরা এগিয়ে

-ফাইল ছবি


এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের ফলাফলে যথারীতি মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে। পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এবার অল্প ব্যবধানে মেয়েদের পেছনে ফেলেছে ছেলেরা। মেয়েদের তুলনায় ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৬৩টি বেশি।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সারাদেশের মতো সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সিলেটে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। এই বোর্ডে ছেলেদের পাশের হার যেখানে ৭৯.৮০ শতাংশ, সেখানে মেয়েদের পাশের হার ৮২.৬১ শতাংশ।

সব মিলিয়ে সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৮১.৪০%। জিপিএ-৫ পেয়েছে ৪৮৭১ জন শিক্ষার্থী।

এবার সিলেট শিক্ষা বোর্ড থেকে ৬৭৫৮৬ জনের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৬৬৪৯১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫৪১২২ জন শিক্ষার্থী।

এই শিক্ষা বোর্ড থেকে ২৯১৭৩ জন ছাত্রের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৮৬৬৯ জন এবং পাশ করেছে ২২৮৭৮ জন। আর ৩৮৩৯৫ জন ছাত্রীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩৭৮২২ জন এবং পাশ করেছে ৩১২৪৪ জন।

এএফ/০৭