হবিগঞ্জে যাত্রীবাহী উল্টে নিহত বেড়ে ৪ জন, আহত ৩০

আনোয়ার হোসেন মিঠু, হবিগঞ্জ


ফেব্রুয়ারি ১৬, ২০২৩
১০:৩৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৩
১০:৪৪ অপরাহ্ন



হবিগঞ্জে যাত্রীবাহী উল্টে নিহত বেড়ে ৪ জন, আহত ৩০


হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গিয়ে ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের আওলাদ মিয়ার পুত্র এমরান মিয়া(২৩)। নিহত বাকি ৩  জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকাজে সহযোগিতা করেছেন স্থানীয় লোকজনও।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ এর যাত্রীবাহী একটি বাস বাহুবলের বাগানবাড়ি এলাকায় উল্টে গিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান। 

নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


এ সংক্রান্ত পূর্বের সংবাদ


এএইচএম-০১/এএফ-০৬