নর্থ ইস্ট মেডিকেলে ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ, পুলিশের মামলায় আসামি ৪০০

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২০, ২০২৩
০৬:০৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৩
০৬:১১ অপরাহ্ন



নর্থ ইস্ট মেডিকেলে ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ, পুলিশের মামলায় আসামি ৪০০


সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। এতে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। রবিবার মধ্য রাতে মামলাটি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে তিন-চারশ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রাতে করা হলেও সোমবারের তারিখে মামলাটি হয়েছে।’

তবে মামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে তিনি জানান।

জানা গেছে, গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দক্ষিণ সুরমা নর্থইস্ট মেডিকেল কলেজের নেপালি দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে যায় সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার চণ্ডিপুল পয়েন্টে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। 

স্থানীয় সূত্র জানায়, এদিন নেপালি দুই ছাত্রী মার্কেটে বাদশা টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল রিচার্জ করতে যান ওই ছাত্রীরা।  এ সময় ব্যবসায়ী তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন দোকানের কর্মচারী। এ ঘটনার জের ধরে নর্থইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দোকান ভাঙচুর করেন। এরই জের ধরে ব্যবসায়ী ও শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের প্রতিহত করতে গিয়ে সংঘর্ষ হয়।

শিক্ষার্থীরা দাবি করেন, মেডিকেল কলেজের ছাত্রীদের ইভটিজিং করে থাকেন। যারা বিদেশি ছাত্রী, তারা বাংলায় কথা বলতে পারে না, তাদের উদ্দেশ্য করে যৌন হয়রানিমূলক মন্তব্য করে থাকে। বিভিন্ন সময় ব্যবসায়ী ও শ্রমিকরা ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন। একইভাবে আজকের ঘটনাটি জানতে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা অতর্কিত হামলা করে। তখন তারাও প্রতিহত করেন। ব্যবসায়ীদের ইটের আঘাতে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন।  

অপরদিকে, ব্যবসায়ীদের অভিযোগ, বাদশা টেলিকমের গুলজার নামে ব্যবসায়ীর সঙ্গে ছাত্রদের ঝামেলা হয়। বিষয়টি সমঝোতা করে দেওয়ার পরও হামলা ও দোকানপাট এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ঘটনায় দায়ী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।


এএফ/০৪