সিলেট মিরর ডেস্ক
মার্চ ১২, ২০২৩
০৩:৪৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২৩
০৩:৪৭ পূর্বাহ্ন
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘জাতির প্রত্যাশা পূরনে সচেষ্ট থাকবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।’ তিনি বলেন, ‘সিলেটে প্রতিষ্ঠিত হলেও এ বিশ্ববিদ্যালয়ের যুগোপযোগী কারিক্যুলাম, কৃতি ও মেধাবী শিক্ষক ও তাদের পাঠদান পদ্ধতি, শিক্ষার মান, আধুনিক ল্যাব, গ্র্যাজুয়েটদের কর্মক্ষেত্রে প্রবেশ ও উচ্চতর শিক্ষাগ্রহনে সফলতার সুনামের জন্য সিলেট বিভাগের বাইরের বিভিন্ন জেলা থেকে এখানে ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করতে আসছেন।’
গত বৃহস্পতিবার বিকেলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কনফারেন্স হলে বৃহত্তর সিলেটের বাইরের জেলাসমূহ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মাহফুজুল হাসান ও রেজিস্ট্রার তারেক ইসলাম প্রমূখ।
এসময় উপাচার্য জহিরুল হক বলেন, ‘সিলেটে প্রতিষ্ঠিত হলেও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সারাদেশের শিক্ষার্থী যাতে সহনশীল টিউশন ফি তে বিভিন্ন প্রোগ্রামে শিক্ষাগ্রহণ করতে পারে সে ব্যাপারে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী খুবই আন্তরিক। এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা কেবল দেশের সুনামধন্য প্রতিষ্ঠানে চাকুরী করছেন না; গুগল, অ্যামাজন, নিউইয়র্ক স্টক এক্সেঞ্জের মতো প্রতিষ্ঠানে নিজেদের স্থান করে নিয়েছেন।’
মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর জানায়, প্রতি বছরই সিলেট বিভাগের চার জেলা তথা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে ভর্তি হন। এ বছর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, নরসিংদী, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুর, রাজশাহী, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-ছাত্রীরা ভর্তি হয়েছেন। তন্মধ্যে কয়েকজন পাবলিক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে ভর্তি বাতিল করে এখানে পড়তে এসেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রীর সঙ্গে পৃথক মতবিনিময় করবেন। এরই ধারাবাহিকতায় প্রথম দিকে সিএসই বিভাগের ছাত্র-ছাত্রীর সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পর্যায়ক্রমে তিনি সফটওয়্যার প্রকৌশলী, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, আইন ও বিচার, ইংরেজী ও অর্থনীতি বিভাগে ভর্তিকৃত সিলেট বিভাগের বাইরের জেলাসমূহের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন।
এএফ/০৪