সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৪, ২০২৩
১২:৪৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২৩
১২:৪৬ অপরাহ্ন



সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়

সুনামগঞ্জ সদর উপজেলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২জন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। ট্রাকচালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারার আব্দুল কালামের ছেলে নাসির আলম (২৮) ও সুনামগঞ্জের জগন্নাথপুরের জামালপুর ধাওরাই বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কামালী (২৪)।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সকালে জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশে আসা অটোরিকশাটি হালুয়ারগাঁও আসলে একটি মালবাহী ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুজন। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওসি আরও জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। 

এএনএম/০১