সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৬, ২০২৩
০১:১৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২৩
০১:১৭ পূর্বাহ্ন
বিদ্যুৎ-গ্যাস-চাল-ছোলা-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকি সরকার গঠনসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ।
আজ বুধবার (১৫মার্চ) বিকাল ৫টায় নগরের আম্বরখানায় দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বেলাল আহমদ, জাহেদ আহমদ, ইয়াছিন আলী, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, মতলিব আহমদ, নজির আহমদ, কাওছার, আফজাল হোসেন, ইউসুফ আল, প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে এ পর্যন্ত ১১টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এর মধ্যে ৭টি দলীয় সরকারের অধীনে আর ৪টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দলীয় সরকার অধীনে নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪টি নির্বাচন আপেক্ষিক অর্থে সুষ্ঠু হয়েছিল-মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল। যদিও এই নির্বাচনগুলো কালো টাকা, পেশীশক্তি, আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতার প্রভাবমুক্ত ছিল না। তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দল নিরেপক্ষ তদারকি সরকার ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করা প্রয়োজন ‘
বক্তারা আরও বলেন, ‘নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। চাল-ডাল-আটা-ছোলা-তেলসহ নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে জ্বালানি তেল -গ্যাস-বিদ্যুতের। শিক্ষা -চিকিৎসার ব্যয় মেটাতে মানুষ নিঃস্ব হচ্ছে। বাড়িভাড়া -গাড়িভাড়া বাড়ছে। সাধারণ মানুষ জীবন নির্বাহ করতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে অভাব -অনটন দারিদ্র্য ও বেকারত্ব বিরাজ করছে। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
সমাবেশে বক্তারা দুর্নীতি-দুঃশাসন- লুটপাট -সাম্প্রদায়িক সন্ত্রাস ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা, সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরেপক্ষ তদারকি সরকার ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু,বিদ্যুত -গ্যাস -চাল -ডাল -ছোলা-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানান।
বক্তারা ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান, হয়রানি বন্ধ, রমজান মাসের নামে শ্রমিক ছাঁটাই বন্ধ ও শ্রমজীবী মানুষের জন্য আর্মি রেটে রেশনিং চালু করার আহ্বান জানান।
এএফ/০১