সিলেটে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৬, ২০২৩
০৬:২৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২৩
১০:০০ অপরাহ্ন



সিলেটে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট


উৎসবমুখর পরিবেশে সিলেট জেলার দুই উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।  বিভিন্ন  ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সিলেটে নির্বাচন হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।

এদিকে, উচ্চ আদালতের নির্দেশে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ ও টুকেরবাজারে ৩ জন। 

অপরদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। সবগুলো ইউনিয়ন পরিষদেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৭২ ও সংরক্ষিত নারী আসনে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন উপলক্ষে ইউনিয়নগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ ভোট কেন্দ্রে মোতায়েন রয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, র‍্যাব সদস্যরা টহলে থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইভিএমের যাবতীয় সরঞ্জাম ইতোমধ্যে ৪৫টি ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার সাইদুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ভোটারসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

সিলেটের নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, আগের প্রকাশিত খসড়া অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নে ৯৪ হাজার ২৩৮ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ৪৮ হাজার ৩১৭ ও নারী ৪৫ হাজার ৯২১ জন। এছাড়া এ বছরের ১৫ জানুয়ারি তারিখে প্রকাশিত ভোটার বেড়েছে আরও ৫ হাজার ৪৬৮ জন। এরমধ্যে ২ হাজার ৬৬৯ পুরুষ ও ২ হাজার ৭৯৯ জন নারী রয়েছেন।

২০১৮ সালের ২৯ মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে ৯টি করে ৪৫টি কেন্দ্রে ১৯০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে আল ইসলাহর প্রার্থী মো. বদরুদোদজা, ২ নম্বর মাইজগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, ৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আবুল লেইছ চৌধুরী, ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ জিলু ও ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী এমরান উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হন। তবে গত বছর ২ নম্বর মাইজগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন‌্য র‌য়ে‌ছে।

টুকেরবাজার ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের এক ভোটার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা ভোট দিতে পেরেছি। কোনো সমস্যা হয়নি। এখন পছন্দের প্রার্থীর বিজয়ের অপেক্ষায় আছি।’

সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হচ্ছে। ইভিএমে ভোট  দিয়ে বেশ কয়েকজন ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এক ভোটার বলেন, ‘ইভিএমে আমার প্রথম ভোট। ভোট দিয়ে ভালো লাগছে। খুব সহজেই ভোট দিতে পারছি। ভালোভাবেই ভোটগ্রহণ চলছে।’এদিকে নির্বাচনকে ঘিরে নির্বাচনে

মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনী। এছাড়া দুটি উপজেলায় কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।


এসএই-০১/ এএফ-০১