মেয়র আরিফুল হকের হার্টে ৩টি ব্লক

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৬, ২০২৩
০৭:১১ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২৩
০৬:৪৯ অপরাহ্ন



মেয়র আরিফুল হকের হার্টে ৩টি ব্লক


সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। তাঁর হার্টের তিনটি ব্লকে তিনটি রিং বসানো হয়েছে। বর্তমানে তাঁকে হাসপাতালের সিসিইউ ইউনিটে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। 

জানা গেছে, গত রবিবার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তাকে নগরের নয়া সড়কস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার পর রিপোর্ট পর্যবেক্ষণ করে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর গতকাল বুধবার সকাল ১১টার দিকে তাকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

 আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ইউনাইটেড হসপিটালে তার এনজিওগ্রাম করে হার্টে ৩টি ব্লক খুঁজে পান খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মমিনুজ্জামানের। পরিস্থিতি বিবেচনায় সঙ্গে সঙ্গে হার্টের ব্লকে তিনটি রিং বসান তিনি। মেয়র আরিফের অবস্থা এখন স্থিতিশীল।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলামের বরাদ দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ। তিনি বলেন, ‘মেয়রের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।’ 

এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে মেয়র আরিফুল হকের হার্টে একটি রিং পরানো হয়। হৃদরোগের সমস্যার পাশাপাশি তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে।

মেয়রের সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এএফ/০৩