সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৯, ২০২৩
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২৩
০২:০৫ পূর্বাহ্ন



সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


সিলেটের কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু হাইটেক পার্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভিতরে কালভার্ট-২ নির্মাণ কাজের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জফির মিয়া (৫০), কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী গ্রামের আব্দুর রশিদের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভিতরে কালভার্ট-২ নির্মাণ কাজের সময় জফির মিয়া বিদ্যুতায়িত হলে বেলা  ১২টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান।


এসই/০৯