সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১০, ২০২৩
০৩:৫৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১০, ২০২৩
০৪:০৮ পূর্বাহ্ন
সিলেট-৬ আসনের বিএনপি সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি মধ্য দিয়ে আমরা বর্তমান সরকারের পরাজয় ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।
আজ রবিবার (৯ এপ্রিল) বিয়ানীবাজারে একটি কমিউনিটি সেন্টারে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে আয়োজিত ইফতার মাহফিল দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ওপর প্রতিদিন অত্যাচার-নির্যাতনের সীমা ছাড়াচ্ছে। তবে দেশকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমাদের মানুষকে রক্ষা করা, আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতন না হলে জনগণের অস্তিত্বই বিপন্ন হবে। দেশে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিস্থিতিতে দেশের জনগণের দুর্বিষহ অবস্থা।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়সল আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় ইমদাদ আহমদ চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মোল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ ও আব্দুস সামাদ তাফাদার বাবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান রুমেল, নুরুল হুদা বাবুল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন, যুগ্ন সম্পাদক মিছবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক সরওয়ার আলম,জামিল উদ্দিন, জাকারিয়া আহমেদ সুমন, ফয়েজ আহমদ, এম এ হাসনাত জামিল, লাউতা ইউনিয়ন সভাপতি জালাল উদ্দীন মেম্বার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, আব্দুল গফুর, আলি আহমাদ মেম্বার, ফয়সল উদ্দিন, কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ।
একই দিন সকাল থেকে বিকেল পযর্ন্ত ফয়সল আহমদ চৌধুরীর অর্থায়নে ও বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে লাউতা ইউনিয়ন, তিলপাড়া ইউনিয়ন, কুড়ার বাজার ইউনিয়ন এবং পৌর সভায় নিত্যপ্রয়োজনীয় ইদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে ফয়সল আহমদ চৌধুরীসহ উপজেলা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।
এএফ/০২